ধর্ম ও জীবন

যেখানে পোড়ানো হয়েছিল সেখানেই বাজছে কোরআনের ধ্বনি (ভিডিওসহ)

বিশ্বব্যাপী ইসলামের যে জোয়ার শুরু হয়েছে, তার প্রভাব পড়েছে উত্তর ইউরোপের নয়নাভিরাম দেশ নরওয়েতেও। প্রতিদিন অগণিত মানুষ ইসলাম গ্রহণ করছে। বাড়ছে মসজিদ ও ইসলামিক সেন্টার। আর এ কারণেই ফুঁসে উঠেছে নরওয়ের ইসলামবিদ্বেষী সংগঠনগুলো।

‘স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএন) নামে একটি উগ্রবাদী সংগঠন গত সপ্তাহে ক্রিসচিয়ানসান্ড শহরে ইসলামবিরোধী বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভে পোড়ানো হয় মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র আল-কুরআন। উপস্থিত মুসলিম যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন। তাকে গ্রেফতার করা হয়। বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।

এ দিকে ক্রিসচিয়ানসান্ডের যে পার্কটিতে কুরআন পোড়ানো হয়েছিল সেখানেই এখন বাজছে কুরআনের ধ্বনি। সেখানকার মুসলিমরা পার্কে সাউন্ড বক্সে কুরআনের তিলাওয়াত বাজিয়েছে। আর তা শুনতে স্বতস্ফূর্তভাবে দলে দলে জড়ো হয়েছে দেশটির সাধারণ জনগণ, খবর অধিকার নিউজ।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কুরআন তিলাওয়াত শেষে একজন মুসলিম তরুণ ব্যাখ্যা করে উপস্থিত জনগণকে কুরআন বোঝাচ্ছেন।

নরওয়ের সাধারণ মানুষরা জানিয়েছেন যে, কুরআন পোড়ানোর ঘটনায় নরওয়েতে ইসলাম আরও বেশি প্রসারিত হবে। মানুষ আরও বেশি আগ্রহী হবে কুরআনের প্রতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eleven =

Back to top button