যশোরের অভয়নগরে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার বিকেল পাচঁটার দিকে উপজেলার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশুরসহ তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিক্যালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভৈরব ব্রিজ এলাকায় প্রাইভেটকারে করে একটি পরিবার বেড়াতে আসে।
প্রাইভেটকারটি ফেরার পথে ভৈরব ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়।
ট্রেনটি ওই প্রাইভেটকারটিকে ঠেলে সরকার ওয়েব্রীজের বিপরীত মুখে রেললাইন পর্যন্ত নিয়ে থেমে যায়।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের টিম আধাঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত কার থেকে দুইজন নারী, দুইজন শিশু ও ড্রাইভারকে বের করতে সক্ষম হয়।