তথ্যপ্রযুক্তি

যেভাবে হোয়াটসঅ্যাপ লক করবেন!

মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড সুবিধার পাশাপাশি অ্যাপকে ‘লক’ করে রাখার মতো ফিচার রয়েছে।

ফোনের বায়োমেট্রিক সুরক্ষা প্রক্রিয়া ব্যবহার করে থাকে অ্যাপটি। ফলে ফেস আইডি বা আঙুলের ছাপ ছাড়া খোলাই যায় না হোয়াটসঅ্যাপ। অপারেটিং সিস্টেমের ভিন্নতার কারণে অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ পদ্ধতিটা কিছুটা আলাদা। হোয়াটসঅ্যাপ লক করার উপায় নিয়ে আজকের টিপস।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ‘লক’ করার উপায়

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে ফোনের ‘ফিঙ্গারপ্রিন্ট রিডার’ ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

* প্রথমেই অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে।

* স্ক্রিনের ওপরের অংশে ডানপাশে তিন ডট মেন্যু থেকে সেটিংস নির্বাচন করে অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।

* এরপর প্রাইভেসি অপশনে ট্যাপ করে স্ক্রিনের নিচের অংশ থেকে ‘ফিঙ্গারপ্রিন্ট লক’ অপশনে ট্যাপ করতে হবে।

* এবার ফিঙ্গারপ্রিন্ট লক স্ক্রিন থেকে চালু করে নিতে হবে ‘আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট’ অপশনটি। এজন্য শুধু বাটনটি ডান দিকে সোয়াইপ করে নিলেই চলেবে।

* অ্যাপ বন্ধ করার কতক্ষণের মধ্যে তাতে ঢুকতে আবার ফেস আইডি লাগবে তা-ও ঠিক করে দেওয়া যাবে। তিনটি অপশন রয়েছে, প্রথমটি তাৎক্ষণিকভাবেই, দ্বিতীয়টি এক মিনিট পর। আর তৃতীয়টি ৩০ মিনিট পর।

আইফোনে যেভাবে লক হবে হোয়াটসঅ্যাপ

আইওএস অপারেটিং সিস্টেম চালিত ফোনে ফেস আইডি বা টাচ আইডি দিয়ে ডিভাইস লক রাখা যাবে। এটি নির্ভর করবে ব্যবহারকারী কোনো মডেলের ফোন ব্যবহার করছেন তার ওপর। আইফোন যেটাই হোক না কেন, প্রক্রিয়া একটাই।

* প্রথমে আইফোনে হোয়াটসঅ্যাপ চালু করে স্ক্রিনের নিচের অংশে ডান দিক থেকে সেটিংস নির্বাচন করতে হবে।

* অ্যাকাউন্টে ট্যাপ করার পর প্রাইভেসি অপশনে ট্যাপ করে স্ক্রিনের নিচ থেকে ‘স্ক্রিন লক’ ক্লিক করতে হবে।

* এখানে ‘রিকয়ার ফেস আইডি’ অথবা ‘রিকয়ার টাচ আইডি’ অপশনটি থাকবে। ফিচারটি চালু করতে বাটনটিকে ডান দিকে সোয়াইপ করতে হবে।

* কতক্ষণ পরে অ্যাপে প্রবেশ করতে হলে ফেস আইডির প্রয়োজন পড়বে, তা উল্লেখ করে দেওয়া যাবে।

লিখেছেন- ফয়সাল আহমাদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =

Back to top button