Lead Newsআন্তর্জাতিক

যে কারণে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাইডেন

একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র ইসরাইলের ভবিষ্যৎ নিশ্চিতের সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ মন্তব্য করেন বাইডেন।

জো বাইডেন বলেন, “আমাদের মধ্যপ্রাচ্যের সব মানুষের শান্তি ও নিরাপত্তার উপায় খুঁজতে হবে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, “আমি বিশ্বাস করি— ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরাইল এবং একটি কার্যকর, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিনে পাশাপাশি শান্তিতে বসবাসের জন্য দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান সর্বোত্তম উপায়।”

‘কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য থেকে বহুদূরে রয়েছি। তবে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে”, যোগ করেন বাইডেন।

সূত্রঃ আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =

Back to top button