ভ্রমন

যে কারণে বন্ধ রাতারগুলের ওয়াচ টাওয়ার

ঝুঁকিপূর্ণ বিবেচনায় সিলেটের গোয়ানাইঘাট উপজেলায় অবস্থিত রাতারগুলের ওয়াচ টাওয়ারে পর্যটক আরোহণ বন্ধ করে দিয়েছে বন বিভাগ। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে টাওয়ারে ওঠার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান বন কর্মকর্তা আবদুল ওয়াদুদ।

তিনি বলেন, দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে এই ওয়াচ টাওয়ারটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত প্রবেশ পথটি বাঁশ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এরইমধ্যে স্টিলের গেট তৈরির প্রস্তুতি চলছে। এটি প্রস্তুত হলে টাওয়ারে ওঠার পথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

জীববৈচিত্র্য এবং পুরো বনের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের সুবিধার জন্য ২০১৪ সালে প্রায় ৯০ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ৫০ ফুট উঁচু রাতারগুলে এই ওয়াচ টাওয়ারটি নির্মাণ করা হয় ।

করোনা পরিস্থিতিতে প্রায় ছয় মাস রাতারগুলে পর্যটকদের আনাগোনা বন্ধ ছিল কিন্তু সম্প্রতি দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যাওয়ায় এবং টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দর্শনার্থীদের ওঠতে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।

সিলেট বন বিভাগের সারি রেঞ্জের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন বলেন, ওয়াচ টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা পাঁচজনের বেশি দর্শনার্থী টাওয়ারে না ওঠার জন্য নির্দেশিকা দিয়েছিলাম। কিন্তু কেউই তা মানছিলনা। পরে প্রকৌশলীদের সঙ্গে কথা বলে স্থায়ীভাবে দর্শনার্থীদের টাওয়ারে ওঠা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 8 =

Back to top button