যে দেশে রোজার দৈর্ঘ্য প্রায় ১৯ ঘণ্টা!
মুসলিম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান শুরু হয়েছে। ফলে রোজা রাখতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলিমরা। তবে বিশ্বের সকল দেশের দিনের সীমা রেখা এক নয়। অনেক দেশেই দিনের সময় সীমা অন্যান্য দেশের থেকে অনেক বেশি থাকে, যার ফলে সে দেশের বাসিন্দাদের অনেক বেশি সময় ধরে রোজা পালন করতে হয়।
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এবার সব চেয়ে বড় দিনের রোজা রাখতে হচ্ছে রাশিয়ার মুসলমানদের। দেশটির মরমেন্স্ক অঞ্চলে পাঁচ ঘণ্টারও কম সময় অন্ধকার থাকে। এখানে সূর্য উঠে ২ টা ১৬ মিনিটে। সেখানে প্রায় ১৯ ঘণ্টার বেশি সময় ধর্ম প্রাণ মুসল্লিদের রোজা করতে হয়।
গত ২৪ এপ্রিল শুক্রবার প্রথম রোজা পালন করেছে মরমেন্স্ক এর মানুষ। এ দিন ১৯ ঘণ্টা ১৩ মিনিট ধরে রোজা রাখতে হয়েছে তাদের।
এছাড়া গত ২৪ এপ্রিল আইসল্যান্ডে ১৮ ঘণ্টা ১৪ মিনিট, রাশিয়ার মস্কো ১৭ ঘণ্টা ১৭ মিনিট, ভারতের দিল্লিতে ১৪ ঘণ্টা ৩৩ মিনিট, দুবাই ১৪ ঘণ্টা ২২ মিনিট, নিউ ইয়র্ক ১৫ ঘণ্টা, সৌদি আরবের রিয়াদে ১২ ঘণ্টা ৫৭ মিনিট রোজা রেখেছে সেখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা।