অপরাধ ও দূর্ঘটনাদেশবাংলা

রংপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া এলাকা হতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে এক গৃহকর্তাসহ তার স্ত্রী ও সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) রাতে পারিবারিক কলহের জের ধরে লোমহর্ষক এ ঘটনাটি ঘটতে পারে। তবে নিহতের পরিবারের অন্য সদস্যরা পালিয়ে থাকায় হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে গৃহকর্তা হাফিজুল ইসলাম তার স্ত্রী-সন্তানের গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে বিষয়টি বুঝতে পেরে এলাকার লোকজন পুলিশে জানান।

এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহকর্তা হাফিজুল ইসলাম (৩২),  তার স্ত্রী ফাতেমা বেগম (২৪) ও আড়াই বছরের শিশুকন্যা হোমায়রার মরদেহ উদ্ধার করেছে। নিহতের স্ত্রী ও শিশুকন্যার গলায় ছুরিকাঘাতের চিহ্ন আছে।

ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু বলেন, নিহত হাফিজুল ইসলাম (৩২) দীর্ঘদিন ধরে ঢাকায় ছিলেন। সেখানে একটা চাকরি করতেন। করোনার কারণে ঢাকা থেকে সে গ্রামে চলে আসেন। তার পরিবারে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তবে এই ঘটনার পর থেকে নিহতের বাবা লালো মিয়াসহ বাড়ির অন্য সবাই পালিয়ে আছেন বলেও তিনি জানান।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহগুলো সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twelve =

Back to top button