রবিবার থেকে ক্র্যাব ও ডিআরইউ সদস্যদের করোনা শনাক্তে নমুনা সংগ্রহ
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের করোনাভাইরাস শনাক্তে আগামী রবিবার (১০ মে) নমুনা সংগ্রহ করা হবে।
ওই দিন বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধিদল ক্র্যাবের অস্থায়ী বুথে এ নমুনা সংগ্রহ করবে। শুধু যাদের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে, তারাই নমুনা দিতে পারবেন।
ক্র্যাবের উদ্যোগে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) ক্র্যাবের দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নমুনা দিতে ইচ্ছুক সদস্যদের শনিবার (৯ মে) বিকাল ৫টার মধ্যে ০১৯১৩১৫৩৯৩৯ নম্বরে এসএমএস, বা craboffice2015@gmail.com এই ঠিকানায় মেইল করে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশনে সদস্যের নাম, বর্তমান ঠিকানা, এনআইডি ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে।’