অপরাধ ও দূর্ঘটনা
রাজবাড়ীতে মাইক্রোর সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ৪
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রোববার সকালে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার বাসিন্দা সুভ্য মণ্ডল, লিজা ও সোহেল মণ্ডল ও ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার বাসিন্দা রিপন।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক আলাউদ্দিন জানান, রোববার সকালে খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত দুইজনকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।