রাসুল (স.)-কে নিয়ে কুটক্তি: শাহবাগ থেকে রিপন মিত্র গ্রেফতার
ফেসবুকে মহানবীকে (সঃ) কটূক্তি করায় রিপন মিত্র (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার শাহবাগ এলাকা থেকে মুকসুদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রিপন মিত্র পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার দইহাড়ি গ্রামের দেবরঞ্জন মিত্রের ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি
হিসেবে মুকসুদপুরে কর্মরত ছিলেন। কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার এএসপি (সার্কেল) আনোয়ার হোসেন ভূইয়া জানান, রিপন মিত্র তার
ফেসবুক আইডি থেকে ২ ডিসেম্বর মহানবীকে (সঃ) কটূক্তি করেন। এ ঘটনায় মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রামের মোঃ সুমন মিয়া বাদী
হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রিপন মিত্রকে আসামি করে মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার সকালে মুকসুদপুর থানা পুলিশ তাকে ঢাকার
শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে। বিকেলে গ্রেফতার হওয়া রিপন মিত্রকে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বীণা দাসের
আদালতে হাজির করা হয়। তিনি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।