কাতার বিশ্বকাপে শিরোপাস্বপ্ন নিয়ে গিয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে রোনালদোর পর্তুগালকে। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদেরকে হারিয়ে দেয় আফ্রিকার দেশ মরক্কো। বয়স, ফর্ম বিবেচনায় হতে পারে, বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন পর্তুগিজ মহানায়ক।
নিঃসন্দেহে তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। জাতীয় দল ও ক্লাব ফুটবলে কতোশত কীর্তি গড়েছেন। কিন্তু সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ শিরোপাটাই ছুঁয়ে দেখা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই স্বপ্ন পূরণ হতে পারে, এমন আশাও ক্ষীণ। কারণ ৩৭ বছর বয়সী পর্তুগিজ এই তারকার পরের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই আক্ষেপ নিয়েই এবার কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে রোনালদোকে।
রোনালদোর আক্ষেপ থাকলেও তা নেই বিরাট কোহলির। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর পাঁড়ভক্ত ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, শিরোপা বা ট্রফি দিয়ে রোনালদোকে বিচার করার সুযোগ নেই। ফুটবলার হিসেবে খেলাটায় এবং বিশ্বব্যাপী ভক্তদের মনে তিনি যেভাবে দাগ কেটেছেন, শিরোপার মাতাত্ম্যর কারণে সেটা এক বিন্দুও কমবে না। কোহলির কাছে রোনালদোই সর্বকালের সেরা।
নিজের প্রিয় ও আদর্শ মানা ফুটবলারকে নিয়ে দুটি টুইট করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। প্রথম টুইটে কোহলি লিখেছেন, ‘ফুটবলে তুমি যা করেছো এবং বিশ্বব্যাপী ক্রীড়া অনুরাগীদের জন্য যা করেছো, কোনো ট্রফি বা শিরোপা তা থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। সারা বিশ্বের মানুষের ওপর তোমার প্রভাব কতোটা ছিল এবং তোমাকে খেলতে দেখে আমরা কী অনুভব করি, কোনো শিরোনামের সাধ্য নেই এটা প্রকাশ করার। এটা ঈশ্বরের দান।’
দুনিয়াজুড়ে যেকোনো ক্রীড়াবিদের জন্য রোনালদো সত্যিকারের অনুপ্রেরণা জানিয়ে কোহলি তার পরের টুইটে লিখেছেন, ‘একজন মানুষের জন্য এটা সত্যিকারের আশীর্বাদ, যিনি সব সময় তার হৃদয় দিয়ে খেলেন। সে কঠোর পরিশ্রম ও নিবেদনের প্রতিমূর্তি এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। তুমি আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’ এরপর গোট ও মুকুটের সাইন ব্যবহার করেন কোহলি।
শিরোপা স্বপ্ন নিয়ে কাতার গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে রোনালদোদের। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদেরকে হারিয়ে দেয় আফ্রিকার দেশ মরক্কো। বয়স, ফর্ম বিবেচনায় হতে পারে, বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন রোনালদো। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল করে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়া রোনালদো ফুটবলের এই মহাযজ্ঞে মোট ২২টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮টি, যা বিশ্বকাপে পর্তুগালের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।