Lead Newsজাতীয়

রোহিঙ্গাদের সহায়তায় দাতা দেশগুলোর বৈঠক আজ

বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা দিতে দাতা দেশগুলোর জরুরি বৈঠকে বসছে আজ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন শুধু তহবিল নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে এসব দেশকে এগিয়ে আসতে হবে। আজ ভার্চুয়াল বৈঠকে এই দাবিই তুলে ধরবে বাংলাদেশ।

রোহিঙ্গা জনগোষ্ঠী এবং কক্সবাজারের স্থানীয় অধিবাসীদের জন্য সাহায্যের গুরুত্ব তুলে ধরতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে আয়োজন করেছে দাতা সম্মেলনের। বাংলাদেশ মনে করে, শুধু মানবিক সাহায্য দিলেই হবে না যেকোনও মূল্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে হবে।

সবভাবেই আলোচনা করা হচ্ছে এবং রোহিঙ্গাদের ফেরাতে দাতা দেশগুলো সহায়তা করবে বলে আশাবাদি পররাষ্ট্র সচিব ।

বাংলাদেশ রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে দ্বিপাক্ষিক, চীনকে সাথে নিয়ে ত্রিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তাতে দৃশ্যত কোনও অগ্রগতি নেই।

বাংলাদেশে রোহিঙ্গাদের কারণে যে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষতি হচ্ছে তা নিরুপণেরও উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Back to top button