রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আন্তরিকতার অভাবের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তারপরও দেশটির সরকার তাদের ফিরিয়ে নেবে বলে আশাবাদী। আজ রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীকে ফেরতে বাংলাদেশ সম্ভব সব ধরনের পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার কথা মিয়ানমার বার বার বলছে, নেবে না কখনো বলেনি। কিন্তু গত সাড়ে ৩ বছরে একজনও ফিরিয়ে নেয়নি দেশটি, এটি দুঃখজনক।
করোনা ও নির্বাচনের বাহানায় রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে ছিল জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে এখন ফের আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছি আমরা, উপযুক্ত ও উন্মুক্ত পরিবেশের অঙ্গীকার করেছে তারা।
উভয় দেশে উন্নয়ন হচ্ছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া না হলে এই অঞ্চলে অশান্তি সৃষ্টি হবে। এটি কারো জন্য মঙ্গলজনক হবে না।
মিয়ানমারে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলামের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এদিন। তা হলো- ‘রোহিঙ্গা নিঃসঙ্গ নিপীড়িত জাতিগোষ্ঠী’ ও ‘শেষ সীমান্তের পর কোথায় যাব আমরা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি শিরীণ আখতার। এ ছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চবির আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমান, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।