আগামীকাল মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। মূল লড়াইয়ের আগের দিন আজ শুক্রবার একাদশ জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নিজেদের অফিসিয়াল টুইটারে বক্সিং ডে টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে হারের লজ্জা পাওয়া ভারতের জয়ে ফেরার ম্যাচ এটি। এমন ম্যাচে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। ইনজুরিতে ছিটকে গেছেন আরেক তারকা বোলার মোহাম্মদ শামি। কোহলির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মিডলঅর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।
দুই তারকাকে ছাড়া কাল সকালে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকালে সাড়ে ৫টায়। শামির জায়গায় অভিষেক করানো হবে ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজকে।
বাদ পড়েছেন তরুণ ওপেনার পৃথ্বী শ। তাঁর বদলে একাদশে অভিষেক হচ্ছে তরুণ ব্যাটসম্যান শুভমান গিলের। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও। তাঁর বদলে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম পেইনের দল।
বক্সিং ডে টেস্টে ভারতের একাদশ : মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারি, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।