বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রবিবার জানিয়েছে, ঘূর্ণিঝড ‘বুলবুল’ এর প্রভাব অনেকটা স্বাভাবিক হওয়ায় আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে সোমবার সকাল থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রিবাহী লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল করবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু হবে। বিআইডব্লিউটিএ এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে রবিবার নোটিশ পাঠিয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।