লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে আজিজুল হাকিম
করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম এর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে। বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসা চলছে আজিজুল হাকিমের।
আজিজুল হাকিমের স্ত্রী ও নাট্যকার জিনাত হাকিম জানান, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় আজিজুল হাকিম এখন নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসার বিভিন্ন ধাপ অতিক্রমের পথে আজিজুল হাকিম। সঙ্গে সব শুভাকাঙ্খী স্বজনের দোয়া ও শঙ্কা। তিনি আরও জানান, সবাই নিশ্চিত হতে চাচ্ছেন তার সুস্থতার বিষয়ে। আসলে যেকোনো জটিলতার সমাধান সময়, চিকিৎসা, সর্বোপরি মহান আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তিনি সবাইকে প্রিয় অভিনেতার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।
গেলো ৯ নভেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের। শ্বশুরবাড়িতে থাকা মেয়ে নাযার রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে আজিজুল হাকিম ছাড়া বাকিরা সুস্থ আছেন। গেলো ১২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।