শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, আত্মবিশ্বাস নিয়ে মহামারি করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
রোববার (৩১ মে) সকাল ১১টায় গণবভনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেয়া হয়। সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। এ সময়, ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন শিক্ষামন্ত্রীদীপু মনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ সময় আত্মবিশ্বাস নিয়ে সবাইকে করোনা মহামারি মোকাবিলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মস্থলসহ সব জায়গায় প্রত্যেককে স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন থাকতে হবে।
করোনা মহামারির মধ্যেই এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো ভিন্ন আনুষ্ঠানিকতায়। অন্যান্যবার গণভবনে জাঁকজমক অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যানসহ সবার উপস্থিতিতে ফল প্রকাশ হলেও এবার ছিলো না বড় কোন আয়োজন।
করনো প্রতিরোধে দেশবাসীকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা বলেন, আত্মবিশ্বাস ধরে রাখতে হবে সবাইকে।
স্কুল-কলেজ বন্ধের এই সময়ে শিক্ষার্থীদের বাসায় বসে পড়াশোনার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, ধাপে-ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
সরকারের যথাযথ প্রস্তুতির কারণে এখনো করোনা সংক্রমণের হার ও মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।