চ্যাম্পিয়নের তকমা আগেই গায়ে মেখেছে লিভারপুল। অপেক্ষা ছিল শিরোপা ঘরে তোলার। অবশেষে দারুণ জয়ে সেটাও করল অলরেডরা। চেলসিকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করল ইয়ুর্গেন ক্লপের দল।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে লিভারপুল। করোনাভাইরাসের কারণে ম্যাচটির সময় ভক্তদের অ্যানফিল্ডের সামনে জড় না হওয়ার অনুরোধ করেছিল চ্যাম্পিয়নরা।
কিন্তু প্রিয় ক্লাবের অনুরোধ কানেই নেননি ভক্তরা। ম্যাচের আগেই অ্যানফিল্ডে হাজির হন সমর্থকরা। ম্যাচের আগে আতশবাজি ফোটানো শুরু করে। সেইসঙ্গে লিভারপুলকে অভিনন্দন বার্তা জানিয়ে উড়োজাহাজও ওড়ানো হয়। সব মিলিয়ে উৎসবের রাত দারুণ কাটাল চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। চেলসির উইলিয়ান বল হারালে সেটা নিয়ন্ত্রণে নিয়ে নেন নাবি কেইটা। বিশ গজ দূর থেকে শট নেন তিনি। বল উড়ে এসে ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়।
প্রথমার্ধে আরো দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় লিভারপুল। ৩৪ মিনিটে ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ডের বাঁকানো ফ্রি কিকে স্কোর লাইন ২-০ করে লিভারপুল। ৪৩ মিনিটে কর্নার থেকে তৃতীয় গোলটি করেন ভেইনালডাম।
বিরতির আগ মুহূর্তে অলিভিয়ে জিরুডের গোলে ব্যবধান কমায় চেলসি। বিরতি থেকে ফিরেই ব্যবধান আরো বাড়িয়ে দেন রবার্ত ফিরমিনো। শেষের দিকে দুই গোল করে ব্যবধান কমায় চেলসি। আর পঞ্চম গোল করে দলের জয় নিশ্চিত করেন রবার্টসন।
জয়ের পাশাপাশি আরেকটি রেকর্ড গড়ল লিভারপুল। লিগে এক মৌসুমে নিজেদের সবচেয়ে বেশি ৩১ জয় তুলে নেয় লিভারপুল।
দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড।