ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

অবশেষে ওয়ার্নারের ব্যাটে মিলল রানের দেখা। এতেই শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারালো অস্ট্রেলিয়া।ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তুলে লঙ্কানরা। জবাবে খেলতে নেমে ডেভিড ওয়ানারের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফিঞ্চ বাহিনী।

১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে’তেই কোন উইকেট না হারিয়ে ৬৩ রান তুলে অজিরা। এরপর দলীয় ৭০ রানে থামে ওপেনিং জুটি। মাত্র ২৩ বলে ৩৭ রান তুলে ফেরেন অ্যারন ফিঞ্চ। পরের উইকেটে খেলতে নেমে ম্যাক্সওয়েল করেন ৫ রান।

তৃতীয় উইকেটে জুটিতে স্টিভেন স্মিথ এবং ওয়ার্নার মিলে দলকে জয়ের কাছাকাছি এনে দেন। দুজনের জুটিতে আসে ৫০ রান। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৬৫ রানে আউট হন ওয়ার্নার। তার এই ইনিংসটি ১০টি চারে সাজানো। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি অস্ট্রেলিয়াকে। মার্কোস স্টোনিসকে সঙ্গে নিয়ে জয় নিয়েই মাঠ ছাড়েন স্মিথ। ২৮ রানে স্মিথ এবং ১৬ রানে অপরাজিত থাকেন স্টোনিস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে পাথুম নিশানকার (৭) উইকেট হারায় শ্রীলঙ্কা। পাওয়ারপ্লে’তে শ্রীলঙ্কা তুলে ৫৩ রান। তিনে নেমে অজি বোলারদের তুলোধুনা করেন আসালাঙ্কা। ২৭ বলে ৩৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। দশম ওভারে পেরেরা ও আসালানকার ৪৪ বলে ৬৩ রানের জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫৪ রান।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =

Back to top button