বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের শিগগিরই কোভিড-১৯ পরীক্ষা করা হবে বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
গত ছয় বছরে মধ্যে এ প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। সিরিজটি মূলত জুলাই-আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল। সিরিজটি এখন অক্টোবর-নভেম্বর মাসে পুনরায় নির্ধারণ করা হয়েছে।
বিসিবি সেপ্টেম্বরের শুরুতে এ সফরের জন্য দল ঘোষণা করবে বলে জানা গেছে। তার আগে, জাতীয় দলের সকল সদস্যের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। এরপর ঢাকায় একটি সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আকরাম খান মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, জাতীয় দলের সকল খেলোয়াড় তাদের বাসা থেকে নমুনা দেবেন এবং ২০ আগস্ট তারা হোটেলে উঠতে পারেন। ‘এরপর আমরা ঢাকায় একটি ছোট অনুশীলন ক্যাম্প আয়োজন করব।’
‘আমরা আগামী মাসের ১০-১৫ তারিখের মধ্যে স্কোয়াড ঘোষণা করব। আমাদের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ২০-২২ জন হতে পারে। কোভিড-১৯ পরিস্থিতি এখনও স্বভাবিক হয়নি। তাই আমাদের অনেকগুলো বিকল্পের কথা ভাবতে হবে কারণ এটি দীর্ঘ সফর হতে চলেছে এবং এটি আমাদের পক্ষে অনেক কঠিন হবে। আমরা এখনও জানি না শ্রীলঙ্কায় পৌঁছানোর পরে কত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে আমরা সবকিছু বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছি,’ যোগ করেন তিনি।