সংসদের সংরক্ষিত মহিলা শুন্য আসনে শেরীফা কাদেরের মনোনয়নপত্র দাখিল
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নং-৩৪৫, মহিলা আসন-৪৫-এর শুন্য আসনে জাতীয় পার্টির মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান-এর উপদেষ্টা, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের। আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম-সচিব মোঃ আবুল কাসেম-এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন, মটর শ্রমিক পার্টির সহ সভাপতি কাজী মামুন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।