Lead Newsরাজনীতি

সত্য বলার জন্য মেননকে ধন্যবাদ : ড. কামাল

গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক . কামাল হোসেন।

তিনি বলেন, ‘আমি খুশি যে দেরিতে হলেও তিনি (মেনন) এটা বলেছেন। দীর্ঘদিন থেকে আমি এটা বলে আসছি।

কামাল আরো বলেন, ‘যখনই আমি জনগণকে জিজ্ঞাসা করেছি যে তারা গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিতে পেরেছে কি না, আমি এখনো কারো কাছ থেকে ইতিবাচক জবাব পায়নি। এখন তিনি এটা নিশ্চিত করলেন। কারণে তাঁকে আমি ধন্যবাদ জানাই।

সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, রোববার নিজের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি।

শনিবার বরিশালে নিজ দলের এক অনুষ্ঠানে মেনন বলেন, ‘গত ৩০ ডিসেম্বররের নির্বাচনসহ অন্য নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারেনি।

সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবারের সমাবেশ প্রসঙ্গে . কামাল জানান, তাঁরা এখনো অনুমতি পাননি।শিগগির অনুমিত দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দৃঢ় আহ্বান জানিয়েছি। আমাদের সমাবেশ মত প্রকাশের অধিকার রয়েছে।

তাঁর মতে, সমাবেশের অনুমতি দেওয়া সরকারের করুণার বিষয় নয়, কারণ সংবিধানে জনগণকে সভা, সমাবেশ এবং স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দেওয়া রয়েছে।

আমরা সমাবেশে সরকারের বিপক্ষে লড়াই করতে যাচ্ছি না, আমরা সেখানে জনগণের পক্ষে আমাদের বক্তব্য দিতে যাব,’ যোগ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =

Back to top button