আন্তর্জাতিক

সম্পর্কের উন্নয়ন করতে একমত হয়েছেন বাইডেন-এরদোগান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান মুখোমুখি বৈঠক করেছেন। রোমে ২৬ তম জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে এই দুই নেতা বৈঠক করেন।

তুরস্কের ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, বৈঠকে দুই প্রেসিডেন্ট সম্পর্ক উন্নয়ন করতে একমত হয়েছেন।

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র এস-৪০০ কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি হয়। এছাড়া বাইডেন প্রশাসন তুরস্কে এরদোগান প্রশাসনের ওপর বেশ কয়েকটি কারণে ক্ষুব্ধ।

এর আগে গত জুন মাসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটি ছিল তাদের প্রথম সাক্ষাৎ।

রোববার বাইডেন-এরদোগানের ৭০ মিনিট বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালকের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ইতিবাচক আবহে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক বিষয়াদি আলোচনা করা হয়েছে।

বৈঠকে দুই নেতা যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক শক্তিশালী এবং উন্নয়ন করতে একমত হন। এ লক্ষ্যে তারা পরবর্তীতে বিভিন্ন কর্মকৌশল গ্রহণের বিষয়েও সম্মত হন।

বাইডেন ২০২০ সালে তার নির্বাচনী প্রচারণার সময় সংবাদপত্রে এক সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্টকে স্বৈরাচারী হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিৎ তুরস্কে তার বিরোধীদের সমর্থন করা।

স্বাভাবিকভাবে এসব কথা পছন্দ হয়নি তুর্কি নেতা এরদোগানের। নির্বাচনে জেতার পর বাইডেনকে অভিনন্দন জানাতে রাশিয়ার পুতিন বা চীনের শি জিনপিংয়ের মতো এরদোগানও পাঁচদিন সময় নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − one =

Back to top button