সহকর্মীকে জুতা দিয়ে পিটিয়ে ভাইরাল পুলিশ
রাস্তায় জনসম্মুখে দুই পুলিশের মারামারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে জুতা দিয়ে একে অপরকে পেটাচ্ছেন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের ভান্দারা জেলা সদরে এ ঘটনা ঘটে।
টুইটারে শেয়ার করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই পুলিশকর্মী। একে অপরকে জুতা দিয়েই মারছেন। আর ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পথচারীরা।
ভান্দারা জেলা শহরের সরকারি হাসপাতালের সামনের রাস্তাতেই ঘটেছে এ ঘটনা। রাস্তার ওপরে একে অপরের দিকে কিল-ঘুষি মারছিলেন ওই দুই পুলিশকর্মী। এমনকি এক পর্যায়ে পায়ের জুত খুলেই নিজের সহকর্মীকে পেটালেন অন্যজন। সেখানে উপস্থিত বাকি পুলিশকর্মীরা তাদের দুইজনকে চেপে ধরে শেষমেশ থামান মারামারি।
জানা গেছে, মারামারিতে অভিযুক্ত ওই দুই পুলিশকর্মীর নাম বিষ্ণু খেদিকের ও বিকাশ গায়কোয়াড়। তবে কী কারণে তাদের মধ্যে মারামারি বেধেছিল, তা অবশ্য জানা যায়নি।
পুলিশ এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি বলে জানা গেছে।