জাতীয়

সাংসদ হারুনের জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই

বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদকে ছয় মাসের জামিন দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তাঁর মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

গত ২৭ অক্টোবর পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হারুনুর রশীদ। একই সঙ্গে জামিন আবেদনও করেন তিনি।

গত ২১ অক্টোবর হারুনুর রশীদ এমপিকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত। পাশাপাশি তাঁকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে আত্মসাতের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় হারুনকে এ সাজা দেওয়া হয়। এ মামলায় আরো দুজনকে সাজা দেওয়া হয়েছে। তাঁরা হলেন ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।

মামলার অভিযোগে বলা হয়েছে, সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রির ঘটনায় হারুনুর রশীদসহ তিনজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয় ২০০৭ সালের ১৭ মার্চ।

মামলার বাদী হলেন পুলিশের উপপরিদর্শক ইউনুস আলী। মামলাটি তদন্ত করে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ওই বছরের ১৮ জুলাই আদালতে চার্জশিট দেন দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেন। অভিযোগপত্র আমলে নিয়ে হারুনসহ তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ২০ আগস্ট বিচার শুরু করেন আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =

Back to top button