বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সদ্য সমাপ্ত জুলাই মাসের আইসিসির সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়া অন্য দুই খেলোয়া হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেডেন ওয়ালশ জুনিয়র।
আজ রবিবার (৮ আগস্ট) আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, “নারী ও পুরুষ ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সেরা পারফরম্যন্সের স্বীকৃতি দিতে চলতি বছরের জানুয়ারি এ পুরস্কারটি দেওয়া হয়ে আসছে। সেটির ধারাবাহিকতায় আজ জুলাই মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা করা হলো।”
বাংলাদেশের সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেডেন ওয়ালশ জুনিয়র পুরুষ ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও স্টাফানি টেলর এবং পাকিস্তানের ফাতিমা সানা নারী ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, “বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্রিকেট ভক্তরা এখন থেকে ভোট দেওয়ার মাধ্যমে এদের মধ্য থেকে সেরা খেলোয়াড় নির্বাচিত করতে পারবেন। আগামী সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে।”
গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেটিকেই বিবেচনায় সাকিব আল হাসানকে মনোনয়ন দেয়া হয়েছে।