Lead Newsঅপরাধ ও দূর্ঘটনা
সাহেদের এনআইডি কার্ড ব্লক করা হলো
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জাতীয় পরিচয়পত্র (এনআইড) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভা শেষে সিনিয়র সচিব মো. আলমগীর এ তথ্য জানান।
সচিব বলেন, সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সঙ্গে ইসির কারা জড়িত, খুঁজে বের করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সচিব বলেন, ‘সাহেদ প্রথমে যখন এনআইডি করেছিলেন, তখন তার নাম ছিল সাহেদ করিম। পরবর্তীতে তিনি এটি সংশোধন করে মোহাম্মদ সাহেদ হয়ে যান। আবার এর স্বপক্ষে তিনি ও লেভেলের কাগজপত্র দাখিল করেন।’
করোনা ভাইরাসের পরীক্ষায় প্রতারণা করাসহ নানা অভিযোগ রয়েছে সাহেদের বিরুদ্ধে। তিনি বর্তমানে গ্রেফতার আছেন।