সিপএলে সাকিবের বার্বাডোজ চ্যাম্পিয়ন
সিপিএলে ফেবারিট অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জিতেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বার্বাডোজ। এর আগে ২০১৪ সালে শিরোপা জিতেছিল। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের স্বাদ পেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন হতে বার্বাডোজ ২৭ রানে হারিয়েছে অ্যামাজনকে। প্রথমে ব্যাট করে সাকিবের দল ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে। জবাবে অ্যামাজনের সংগ্রহ ছিল ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রান। ২০১২ সালে শুরু ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পাঁচবার ফাইনাল খেলেছে অ্যামাজন। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও। এবার সম্ভাবনা ছিল। কিন্তু সাকিবদের সঙ্গে পেরে উঠেনি। অথচ লিগ পর্বে দুবারই সাকিবদের হারিয়েছিল অ্যামাজন। আগের দুই ম্যাচের মতো গতকালও ফাইনালে আলো ছড়াতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে পাঁচ নম্বরে নেমে ১৫ বলে ১৫ রান করেন। বোলিংয়ে ২ ওভারে রান দেন ১৮। এ নিয়ে টি২০ তে ৭ম শিরোপা জিতলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।