শোবিজ

সুশান্তের মৃত্যুরহস্য: সিবিআই এর জেরায় ১০ প্রশ্নের মুখোমুখি রিয়া!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার সিবিআইয়ের জেরার মুখে রিয়া চক্রবর্তী। শুক্রবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরার মুখে বসেছেন অভিনেত্রী রিয়া।

সুশান্তের বন্ধু, রিয়ার ভাই এবং অভিনেতার কর্মচারীদের মতোই রিয়াকেও টানা কয়েক ঘণ্টা জিগ্গাসাবাদ করার পরিকল্পনা রয়েছে সিবিআই-এর। সূত্রের খবর, ম্যারাথন জেরায় সিবিআই তাঁকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করছে। গতকালই সিবিআইয়ের কাছে প্রায় ১৪ ঘণ্টা জেরার মুখে পড়েছিলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। এর আগে ইডির দফতরে রিয়া ও শৌভিককে মুখোমুখি জেরা করা হয়। সিবিআইয়ের গোয়েন্দারাও প্রয়োজনে সে পথে হাঁটতে পারেন বলে খবর।

সূত্রের খবর, অফিসার নূপূর প্রসাদ রিয়ার বয়ান রেকর্ড করবেন। এই অফিসারের নেতৃত্বেই সিবিআইয়ের দল তদন্ত করছে সুশান্ত মামলার। সুশান্তের পরিবারের তরফে বার বার রিয়াকে এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সুশান্তের বাবা কে কে সিং সরাসরি রিয়াকে খুনি বলে দাবি করেছেন। পাশাপাশি, অভিনেতাকে মানসিক ভাবে চাপ এবং নানা ধরনের ড্রাগ দেওয়ার অভিযোগ উঠেছে রিয়ার বিরুদ্ধে। রয়েছে টাকা তছরূপেরও মারাত্মক অভিযোগ। এই সব দিক খতিয়ে দেখতেই ১০টি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছেন দুঁদে অফিসারেরা। কেন আচমকা নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন সুশান্ত নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা জানতে চান তদন্তকারীরা।

২৮ বছরের অভিনেত্রী এবং সুশান্তের গার্লফ্রেন্ড রিয়াকে আপাতত ১০টি প্রশ্নের মুখে পড়তে হবে। প্রয়োজনে তাঁকে আরও জেরা করা হবে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর ৬ দিন আগেই বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলেন রিয়া। সিবিআই এ সব জানতেই তাঁকে প্রশ্ন করতে চায়…

১. কে আপনাকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর জানিয়েছিল? সেই সময় আপনি কোথায় ছিলেন?

২. মৃত্যুর খবর শুনে আপনি নি বান্দ্রার ফ্ল্যাটে গিয়েছিলেন? যদি না হয়, তবে কেন, কোথায় এবং কখন তাহলে আপনি সুশান্তের দেহ দেখলেন?

৩. ৮ জুন কেন সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট ছেড়ে আপনি চলে গিয়েছিলেন?

৪. কোনও ঝগড়ার কারণেই কি ফ্ল্য়াট ছেড়েছিলেন আপনি?

৫. ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার পর ৮ থেকে ১৪ জুনের মধ্যে সুশান্তের সঙ্গে আপনার কথা হয়েছিল? যদি হ্যাঁ হয়, তাহলে কী নিয়ে কথা এবং না হলে, কেন কথা হয়নি?

৬. ওই সময় সুশান্ত কি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আপনি কি সেই সময় কথা বলতে চাননি? ফোন ব্লক করা ছিল? যদি হ্যাঁ হয়, তা কেন?

৭. সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কি তাঁর পরিবারের কারও কথা হত? সেগুলি কী নিয়ে হত কিছু জানেন?

৮. সুশান্তের শারীরিক পরিস্থিতি, কী চিকিৎসা চলছিল, ডাক্তার, ওষুধ ও মনোবিদদের নাম জানান।

৯. সুশান্তের পরিবারের সঙ্গে রিয়া চকবর্তীর কী সম্পর্ক ছিল?

১০. কেন সিবিআই তদন্ত চেয়েছিলেন? আপনার কি কিছু সন্দেহজনক মনে হয়েছিল?

মনে করা হচ্ছে, সুশান্ত এবং তাঁর সম্পর্ক নিয়ে বিশদেই জানতে চাইবেন গোয়েন্দারা। কোথায় প্রথম আলাপ থেকে সুশান্তের পরিবারের সঙ্গে রিয়ার সম্পর্ক, সব দিক নিয়েই জেরা করা হবে। এর বড় অংশ জুড়ে থাকবে তাঁদের বিলাসবহুল ইউরোপসফরও। গত ১৯ অগস্ট এই মৃত্যুরহস্যের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। পরের দিন থেকেই সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল বা সিট কাজ শুরু করে। ঘটনার সঙ্গে জড়িত অনেককেই ইতোমধ্য়ে‌ জেরা করেছেন গোয়েন্দারা। সিবিআই ছাড়াও তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

Back to top button