আন্তর্জাতিক

সেনাপ্রধানের বর্ধিত মেয়াদ ৬ মাস করল পাক আদালত

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বর্ধিত মেয়াদ তিন বছর থেকে কমিয়ে ছয় মাস করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত এই আদেশ দেয়।

ইরানভিত্তিক গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ ৬ মাস বাড়িয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে সরকারকে সেনাপ্রধানের মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সংক্রান্ত বিল সংসদে উত্থাপন করতে বলা হয়েছে।

গত ১৯ আগস্ট সেনাপ্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনাপ্রধান পদে কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছিলেন ইমরান খান।

কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট বলছে, এ সংক্রান্ত কোনো আইন নেই। ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত আইন প্রণয়ন করতে হবে। আর ওই সময় পর্যন্ত সেনাপ্রধান পদে থাকতে পারবেন বাজওয়া।

প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তের বিষয়ে সুপ্রিম কোর্টের এ ধরনের রায়কে তার জন্য এক ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে কামার জাভেদ বাজওয়াকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nine =

Back to top button