সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু!
বিদ্যমান পরিস্হিতিতে ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি বিশ্বাস করেন।
রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি অনুষ্ঠানে সম্প্রতি তিনি এ কথা বলেন। গত মাসে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকেই তা নিয়ন্ত্রণে আছে বলে দাবি করে আসছিলেন মেয়র।
ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি ডেঙ্গু নিয়ে ছেলেধরার মতো গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে থাকা সাঈদ খোকন পরবর্তী সময়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেন যে, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
এদিকে অন্য এক অনুষ্ঠানে ‘সব সরকারি হাসপাতাল ডেঙ্গুর চিকিৎসা দিচ্ছে’ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পাননি, এমন অভিযোগ আসেনি। কিন্তু বার্ন ইনস্টিটিউট, ডাইজেস্টিভ ইনস্টিটিউটের মতো কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে আসবে।