সেরা ‘ফুড ফটোগ্রাফার’ হলেন এক বাংলাদেশি
ইংল্যান্ডের ‘দ্য ফুড অ্যাওয়ার্ডস কোম্পানি’র আয়োজনে প্রতিবছর ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বাংলাদেশের কেএম আসাদের তোলা একটি ছবি এবার প্রতিযোগিতার সেরা পুরস্কার পেয়েছে৷
উপরের ছবিটি খাবারের জন্য দাঁড়িয়ে থাকা রোহিঙ্গা শিশুদের এই ছবিটি তুলেছেন কেএম আসাদ৷ ২০২০ সালের ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার ‘পলিটিক্স অব ফুড’ বিভাগে এটি প্রথম হয়েছে৷ এছাড়া ‘ওয়ার্ল্ডস বেস্ট ফুড ফটো অ্য়াওয়ার্ড’ও জিতেছে এটি৷ ২০১১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ২০১৮ সালে বাংলাদেশের নূর আহমেদ জিলাল এবং ২০১৭ সালে শোয়েব ফারুকীর ছবি সেরা হয়েছিল৷
ইজতেমায় রান্নাঃ
বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে খাবার রান্না হচ্ছে৷ কেএম আসাদের এই ছবি ‘ফুড ফর সেলেব্রেশন’ বিভাগে প্রথম হয়েছে৷ ২০২০ সালের প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রায় নয় হাজার ছবি জমা পড়েছিল৷
ইলিশের স্তূপঃ
চট্টগ্রামের ফিশারি ঘাটে আজিম খান রনির তোলা এই ছবি ‘অন দ্য ফোন’ বিভাগে সেরা হয়েছে৷
দর কষাকষিঃ
এক ব্যক্তি দর কষাকষির জন্য বাজারে অপেক্ষা করছেন৷ জেয়াবল হকের এই ছবি ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম স্টোরি টেলার্স ইনোভেশন অ্যাওয়ার্ড’ বিভাগে প্রথম হয়েছে৷
রাখের উপবাসঃ
নারায়ণগঞ্জের বারদীতে সনাতন ধর্মাবলম্বীদের কার্তিকব্রত বা রাখের উপবাস অনুষ্ঠানে তোলা আজিম খান রনির এই ছবি ‘ফুড ফর সেলেব্রেশন’ বিভাগে দ্বিতীয় হয়েছে৷
মরিচ শুকানোর ছবিঃ
বগুড়ার সারিয়াকান্দির এক চাতালে আজিম খান রনির তোলা মরিচ শুকানোর এই ছবি ‘ফুড ইন দ্য ফিল্ড’ বিভাগে তৃতীয় হয়েছে৷
বিক্রির জন্য খাবারঃ
নসিমনে চড়িয়ে গরু হাটে নেয়া হচ্ছে৷ শাফায়েত হোসেন অ্যাপোলোর তোলা এই ছবি ‘ফুড ফর সেল’ বিভাগে তৃতীয় হয়েছে৷
জীবনের জন্য খাবারঃ
এক নারী শ্রমিক সিলেটের পাথর কেয়ারিতে কাজের ফাঁকে সন্তানদের নিয়ে খাবার খাচ্ছেন৷ এ এন এম জিয়ার তোলা এই ছবি ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ফুড ফর লাইফ’ বিভাগে দ্বিতীয় হয়েছে৷
রোহিঙ্গা শিশুঃ
‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ফুড ফর লাইফ’ তৃতীয় হয়েছে রোহিঙ্গা শিবিরে আবির আব্দুল্লাহর তোলা শিশুদের খাবার খাওয়ার এই ছবি৷