Lead Newsভ্রমন

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে বিমানের ভাড়া কমলো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার ঢাকা থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ৫ গন্তব্যে টিকেটের দাম কমিয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ১৬ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

যে ৫ গন্তব্যের ভাড়া কমানো হয়েছে করোনাকালে সেগুলো হলো – সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মাম এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি। ঢাকা থেকে এসব গন্তব্যে নতুন টিকিটের জন্য নির্ধারণ করা সর্বোচ্চ ভাড়াও জানানো হয়েছে মঙ্গলবারের এ প্রেস বিজ্ঞপ্তিতে।

বিমান বাংলাদেশের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-জেদ্দা ইকোনমি ক্লাসের টিকেট প্রতি একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা নেয়া হচ্ছে এখন। এটি কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-রিয়াদ ও দাম্মাম গন্তব্যে ইকোনমিকে একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা রয়েছে, যা ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকায় নামানো হয়েছে। ঢাকা-দুবাই গন্তব্যে একই ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা নেয়া হলেও কমিয়ে ৬২ হাজার ৭৮৪ টাকা করা হয়েছে।

এ ছাড়া ঢাকা-আবুধাবি গন্তব্যে ইকোনমি ক্লাসে একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা নেয়া হয় বর্তমানে। এটি ১৬ জানুয়ারি থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা করা হয়েছে।

সম্প্রতি আসন সংকটের কথা বলে ঢাকা-দুবাইয়ে ৪০ হাজার টাকার টিকেট ৮৭ হাজার নির্ধারণ করা হয়। ঢাকা থেকে সৌদির ৪২ হাজারের টিকেট নেয়া হচ্ছে ৭৫ হাজার টাকা। মহামারির মধ্যে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে প্রবাসীরা দীর্ঘদিন ধরে ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Back to top button