স্বামীর অতিরিক্ত ভালোবাসায় বিরক্ত হয়ে কোর্টে মামলা করলেন স্ত্রী
প্রেমের জোয়ারে ভাসানোর থেকে শুরু করে ,রান্না করা ,ঘর পরিষ্কার, বাজার সদাই ,সংসারের যাবতীয় কাজ কিছুই স্ত্রীকে করতে দিতেন না স্বামী। ঝগড়াও করেন না কখনো, প্রথমে ভাল লাগলেও ক্রমশই বিষয়টি বিরক্তিকর হয় ওঠে স্ত্রীর কাছে। পরিস্থিতি এমন হয় যে, ঝগড়ার জন্য স্বামীকে ইচ্ছে করেই রাগিয়ে দেওয়ার চেষ্টা করেন স্ত্রী,তবুও লাভ হয়নি।
বরং আরও বেড়ে গিয়েছে স্ত্রীর প্রতি ভালোবাসা। এই আচরণে বিরক্ত হয়েই বিবাহ বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতে হাজির স্ত্রী। অদ্ভুত এই ঘটনাটি ঘটে সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা এলাকার শরিয়ায়।
স্ত্রীর এই কাজে হতভম্ভ স্বামী। তিনি বলেছেন, ‘আমি তো খারাপ কিছু করিনি। একজন আদর্শ ও ভদ্র স্বামী হওয়ার চেষ্টা করেছিলাম।
একবার আমার স্ত্রী শরীরের ওজন নিয়ে আপত্তি তুলেছিলেন। তাই ডায়েট চার্ট মেনে খাবার খেয়ে ও ব্যায়াম করে শরীরের মেদ ঝড়িয়েছিলাম। আমার মনে হয় বিয়ের প্রথম বছরেই সম্পর্ক গভীরতা ঠিক বোঝা যায় না। আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন। প্রতিটি মানুষই তাঁদের ভুল থেকে শেখে।’
হতবাক হন বিচারকও। আদালতে দাখিল আবেদনে ওই মহিলা জানান একবছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। তার পর স্বামীর ভালবাসা দেখে আপ্লুত হয়ে উঠেছিলেন । কিন্তু ক্রমশই তা দমবন্ধ পরিস্থিতির সামিল হয়ে ওঠে।
মহিলা জানান, ‘বিয়ের পর থেকে একটা দিনও আমাদের ঝগড়া হয়নি। তাই আমি সবসময় প্রার্থনা করতাম যেন একদিনের জন্য হলেও অশান্তি হয়। ও আমাকে বকাবকি করুক। কিন্তু, কোনওদিনই এমনটা হয়নি। ফলে নিরুত্তাপভাবে কাটছিল আমার জীবন। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই।’