অপরাধ ও দূর্ঘটনা

স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫জনকে জরিমানা

বাংলাদেশ সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান ও ২৫জনকে ২৩ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে।

শনিবার নগরীর মতিঝিল, ওয়ারী ও গুলশান এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আজ রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, অভিযানকালে রাজধানীর মতিঝিল বিভাগে মাক্স ব্যবহার না করায় ৪ ব্যক্তিকে ৪শ’ টাকা ও ওয়ারী বিভাগে ৬ জনকে ১৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই অভিযোগে গুলশান বিভাগে ৫টি দোকান ও ১৫ জনকে ২১ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনায় ৩০ টি মামলায় ৫টি দোকান ও ২৫ জনকে মোট ২৩ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে সামাজিক দূরুত্ব বজায় রাখার শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সাথে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Back to top button