Lead Newsরাজনীতি

সড়কের মতো রাজনীতিতেও দুর্ঘটনা ঘটতে পারে: কাদের

বেপরোয়া আচরণের কারণে সড়কের মতো রাজনীতিতেও দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বেলা ১১ টায় চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার এপ্রোচ সড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘দুর্ঘটনা অনেক সময় বেপরোয়া চালকের কারণে হয়ে থাকে। বেপরোয়া চালকের মতো রাজনীতিতে যারা বেপরোয়া আচরণ করছেন, এই বেপরোয়া আচরণ আপনাদের (বিএনপি) রাজনীতিতেও দুর্ঘটনার কারণ হতে পারে।’

সেতুমন্ত্রী জানান, সদ্য প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদলের স্বপ্নের কালুরঘাট সেতুর নির্মাণকাজ কোরিয়ার অর্থায়নে আগামী বছর শুরু হবে।

সড়ক সেতুর ব্যাপারেও কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে যার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমেছে। তাছাড়া এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার বেশি নয়।’

প্রসঙ্গত, কুয়েত ফান্ড ফর এরাবিক ইকোনমিক ডেভলপমেন্টের অর্থায়নে ৩৯৬ কোটি টাকা ব্যয়ে ৬ লেন বিশিষ্ট ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করছে সড়ক পরিবহন অধিদপ্তর।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস ছালামসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + four =

Back to top button