বিচিত্র

হার মানায় সিনেমাকে, ১০০ কিমি পাড়ি দিয়ে মালিকের কাছে ফিরল উট

পশুদের প্রভুভক্তির কথা শিশুপাঠ্য বই থেকে মাঝে মাঝেই উঠে আসে বাস্তবে। এমন ঘটনা ঘটে যে বিস্ময়ের অন্ত থাকে না। এই উটের গল্পটিও অনেকটা তেমন। আপনার মনে পড়তে পারে বিখ্যাত গল্প ‘মহেশ’, অথবা ইংরেজি ছবি ‘হ্যাচিকো’-র কথা।

উত্তর চীনের বায়ান্নুর অঞ্চলের এই উটটি বিক্রি হয়ে যাওয়ার পরেও ১০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে। সাতসকালে হাজির মালিকের দোরগোড়ায়। ঘটনায় হতচকিত উটের মালিক। ঘটনা সামনে আসায় আবেগপ্রবণ হয়ে পড়ছেন সোশ্যাল মিডিয়ার লক্ষ লক্ষ পশুপ্রেমীও।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, এই উটটি কাঁটাতারের বেড়া, পর্বত, নদী সবই পেরিয়েছে। ঊষর মরুপথে ৬২ মাইল হাঁটার পর ওই উটের এক পশুপালকের চোখে পড়ে। ততদিনে সে ক্লান্ত-শ্রান্ত হয়েছে অনেক।

ওই পশুপালকের চিনতে দেরি হয়নি উটটিকে। তিনি দ্রুত খবর দেন উটটির সাবেক মালিককে। অক্টোবরের শেষে উটটিকে অর্থের জন্য বিক্রি করে দিয়েছিলেন এই ব্যক্তি। ৯ মাস পর প্রিয় সঙ্গীর সঙ্গে দেখা হতে দুজনের চোখেই তখন পানি।

পোষা প্রাণীর মালিক স্থির করেছেন, যে মূল্যই দিতে হোক না কেন তাকে আর কখনো কাছছাড়া করবেন না। খবর নিয়ে তিনি জেনেছেন গত ২৯ জুন এই উটটি বর্তমান মালিকের কাছ থেকে পালিয়েছিল।

সূত্র : নিউজ ১৮

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

Back to top button