হাসপাতালে ভর্তি অভিনেতা মিলন
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতলে ভর্তি হয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চিকিৎসকের ধারণা, অভিনেতার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে।
অসুস্থতার বিষয়টি মিলন নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। ‘গতকাল রাত থেকে সাফোকেশন হচ্ছিল। এটা আস্তে আস্তে বাড়তে থাকে। কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলাম না। পরে স্কয়ার হাসপাতলের জরুরি বিভাগে যাই। সেখানকার চিকিৎসকরা জানান, মনে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সিসিইউতে থাকতে হবে। কিন্তু সেখানে সিট না থাকায় এরপর দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি, দুপুরের মধ্যে রিপোর্ট হাতে পাব।’
জনপ্রিয় এ অভিনেতা আরও জানান, তার পরিবারের সদস্যরা তার সঙ্গে আছেন। চিকিৎসকরাও তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছে।
মঞ্চের মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন আনিসুর রহমান মিলন। পরে টেলিভিশন ও সিনেমায় কাজ করেন। সালাউদ্দিন লাভলু’র ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি। এই নাটকের জন্য তিনি ইউরো সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার লাভ করেন।