Lead Newsআন্তর্জাতিক

হুথি বিদ্রোহীদে আক্রমণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

 

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের আক্রমণে যুক্তরাষ্ট্র মারাত্মক উদ্বিগ্ন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইয়েমেনে হুথিদের ক্রমবর্ধমান হামলা দেশটির মানবিক সংকট বৃদ্ধি করেছে।

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তারের লড়াইয়ে দুই প্রতিপক্ষ সৌদি আরব ও ইরান। ইয়েমেনে সৌদি আরবের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। এ কারণে হুথি দমনে সর্বশক্তি প্রয়োগ করেছে সৌদি আরব। সৌদি অবরোধের জের ধরে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চলমান মানবিক সংকটের কারণে রিয়াদের সঙ্গে সঙ্গে তেহরানও ব্যাপক সমালোচিত হয়েছে।

হুথিরা ইয়েমেন সরকার নিয়ন্ত্রিত ও সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সীমান্তের পাশাপাশি নিজ ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় বাড়তি নজর দিতে হচ্ছে সৌদি আরবকে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুথিদের যুদ্ধ বিরতির প্রস্তাব দিলেও তারা রাজি হচ্ছে না।

গত বৃহস্পতিবার ইয়েমেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হুথি বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত মারিব অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সর্বশেষ এ হামলায় এক শিশুসহ তিন ব্যক্তি নিহত হয়েছে। আরও দুই শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
হুথিরা বলেছে, তারা সামরিক ক্যাম্পে হামলা চালিয়েছেন। যদিও দাবির স্বপক্ষে তারা কোনো প্রমাণ দেননি।

২০১৪ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই সময় রাজধানী সানা দখল করে নেন। এরপর সৌদি আরব নেতৃত্বাধীন জোট এই এলাকায় যুদ্ধে জড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 12 =

Back to top button