১০০ বছরেও এমন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি: হানিফ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কম পড়ার কারণ হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেনে, ‘সরকারি ছুটি এবং গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে প্রত্যাশার চেয়ে কম ভোট হয়েছে।’
ভোট শেষে শনিবার বিকেলে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে শনিবার যে নির্বাচন হয়েছে, তা গত ১০০ বছরেও এমন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি।
শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ দিয়ে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’
সব অভিযোগকে নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন তিনি।
ইভিএমে ধানের শীষ প্রতীক ছিল না- এমন অভিযোগকে হাস্যকর মন্তব্য করে হানিফ বলেন, ‘কোথাও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’