১৬ জানুয়ারি ইন্টারনেট মেলা
আগামী ১৬ জানুয়ারি দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের ইন্টারনেট মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী মেলায় উচ্চগতির ইন্টারনেট ফ্রি ব্যবহারের পাশাশি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের সেবা উপস্থাপন করবে। অংশ নেবে ইন্টারনেট সেবার নেটওয়ার্ক বিস্তৃতিতে অবকাঠামো সেবাদাতা আন্তর্জাতিক ভেন্ডররাও।
মূলতঃ ব্রডব্যান্ড ইন্টারনেটকে দেশজুড়ে বিস্তৃত করার পাশাপাশি ৫জি নেটওয়ার্ক সেবা নিয়েও মেলায় বেশ কিছু সেবা উপস্থাপন করবে মোবাইল অপারেটররা। ইন্টারনেট শক্তিকে ব্যবহার করে ডিজিটাল অর্থনীতির ভিত শক্তিশালী করার অভিপ্রায় নিয়েই নিয়মিত ভাবে এই মেলা অনুষ্ঠানের স্বপ্ন দেখছেন আয়াজকরা।
জানাগেছে, মেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে আইওটি’র ওপর। এছাড়াও সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে শিশু ও নারীদের জন্য বিশেষ সেশন থাকবে এই মেলায়। অনুষ্ঠিত হবে ৬টি সেমিনার। ইন্টারনেট মূল্যে অসমতা ভাঙার পথ খুঁজতে এক দেশ, এক রেট শীর্ষক একটি গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হতে হবে বলে জানা গেছে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিবাংলা-কে বলেন, মেলার নাম এখনো ঠিক হয়নি। কেবল তারিখ ঠিক হয়েছে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কমিটি করা হয়েছে। তবে এটা বলতে পারি এই মেলায় চমক দেয়া হবে। যা আগে কখেনো দেখানো হয়নি।
তিনি বলেন, কানেক্টিভিটি এবং ডিজিটাল বিপ্লব-কে ধারণ করে মেলার নামকরণ করা হবে। উদ্বোধনের পরদিন থেকেই সিরিজ অব সেমিনার হবে। দর্শনার্থীদের সামনে আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স ছাড়াও ফাইভজি লাইভ করা হবে।
ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলা বাস্তবায়ন করবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জাতীয় বাণিজ্য সংগঠন আইএসপিএবি। আয়োজনে সহযোগী হিসেবে থাকবে অ্যামটব, বাক্য, ই-ক্যাব, বিসিএস এবং বেসিস।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে বিভাগের সম্মেলন কক্ষে বুধবার (২০ নভেম্বর) এ সংক্রান্ত একটি বৈঠকে প্রাথমিক ভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে অংশ নেয়া আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক জানিয়েছেন, আন্তর্জাতিক মানের এই মেলায় আইএসপিএবি-কে সহায়তা করবে অ্যামটব, বেসিস, বিসিএস, বাক্য ও ই-ক্যাব। মেলা উপলক্ষে তারা গ্রাহক পর্যায়ে মূল্য ছাড় দেয়া ছাড়াও নতুন নতুন সেবা উপস্থাপন করবেন।
জানাগেছে, মেলা উপলক্ষে অনলাইন গেমিং প্রতিযোগিতা, ৫জি ফোন উপস্থাপন করা হবে। ইন্টারনেট সংযোগ ব্যবহৃত হয় এমন প্রতিটি উদ্যোগই অংশ নেবে এই মেলায়। দেশে উৎপাদনে যাওয়া মোবাইলফোন কোম্পানিগুলোও তাদের সক্ষমতা তুলে ধরবে। তবে ২৭ নভেম্বর মেলার সার্বিক বিষয় চূড়ান্ত হবে।