Lead Newsজাতীয়

১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছেঃ ডা. জাফরুল্লাহ

‘১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে’ বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে।’ বঙ্গবন্ধু ভারতীয় গোয়েন্দা বাহিনীর কথা সবসময় শুনতেন না বলেই সমস্যা দেখা দিয়েছিল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন প্রধানমন্ত্রীকেও অন্তরীণ করে রেখেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। 

বেসরকারিভাবে টিকা আমদানি হলে সরকারি টিকা চুরি হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করছে। 

ডা. জাফরুল্লাহ বলেন, টিকা আমদানির জন্য বিনা টেন্ডারে এক হাজার ২০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এটা ঠিক হয়নি। মাত্র ২ কোটি টাকার জন্য বেগম জিয়া সাজা খাটছেন, এক হাজার ২০০ কোটির হিসাবও তো একসময় সামনে আসবে।

এর আগে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবে।

তিনি বলেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বিনা টেন্ডারে করোনার টিকা আমদানির সুযোগ দিয়ে একটি বেসরকারী কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। ওই কোম্পানিকে সুবিধা দিতেই দুই ডলারের টিকা জনগণের কাছে বিক্রি করা হবে ৫ ডলারে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যতদিন সরকারীভাবে ভ্যাকসিন দেয়া শেষ না হবে, ততোদিন বেসরকারীভাবে টিকা আমদানির সুযোগ দেয়া ঠিক হবে না। এতে টিকার দাম বেড়ে যাবে, নকল ভেজাল ভ্যাকসিন চলে আসবে।

বেসরকারীভাবে ভ্যাকসিন আমদানি বন্ধে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =

Back to top button