২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাতের ভোট বলে মন্তব্য করেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার।
সম্প্রতি রুমান হাসনাত নামে শ্রমিক লীগের এক নেতার সঙ্গে তার কথোপকথনের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, পটুয়াখালী-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মহিব রাতের ভোটে এমপি হয়েছে।
শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করছ আমি দেখে নেব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল।’
এ সময় তিনি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানকে নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ ব্যাপারে ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ভুক্তভোগী রুমান হাসনাত বলেন, আমি বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমানের ছবি দিয়ে ফেসবুকে ‘মানবতার ফেরিওয়ালা’ লিখে স্ট্যাটাস দিয়েছি। এটা দেখে মাহবুবুর রহমান তালুকদার আমাকে কল দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বাজে মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে মাহবুবুর রহমান তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি ঘুম থেকে উঠেছি, টেলিফোনে কোনো কথা এখন বলতে পারব না। এই কথা বলেই ফোন রেখে দেন। এরপর একাধিকবার কল দিলেও তিনি আর রিসিভ করেননি।