২৮ অক্টোবর ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
বৃহস্পতিবার সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির মজলিসে আমেলার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মহাসচিব সাজেদুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
চট্টগ্রামের ফটিকছড়িতে জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম (বাবুনগর মাদ্রাসায়) হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
আগে হেফাজতের আতুঁড়ঘর হিসেবেখ্যাত চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সংগঠনটির কেন্দ্রীয় বৈঠকগুলো অনুষ্ঠিত হলেও নবগঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠক এবার বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কারাবন্দি আলেমদের মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেন মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
এছাড়া দেশব্যাপী জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করে প্রত্যেক জেলায় শানে রেসালত সম্মেলনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমির মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা ফজলুল করিম কাসেমী প্রমুখ।