আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে একটি ৪ দিনের ম্যাচ ও ৫টি ১ দিনের ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। তবে দেশটিতে চলমান অস্থিরতার কারণে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশে তাদের সফর।
অবশেষে সব সংশয়ের অবসান ঘটিয়ে পাওয়া গেল সিরিজের নিশ্চয়তা। এ মাসেই সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগান যুবারা। সব কিছু ঠিক থাকলে ৩১ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে আফগান দল।
সোমবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। তিনি বলেন “ওরা (আফগানিস্তান) যথাসময়ে আসার কথা নিশ্চিত করেছে।”
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিকল্প ব্যবস্থায় পাকিস্তান হয়ে দলকে বাংলাদেশে নিয়ে আসছে। সড়ক পথে প্রথমে পাকিস্তান এসে সেখান থেকে আকাশপথে দুবাই। দুবাই থেকে বিমানে ঢাকা। ঢাকা থেকে ম্যাচের ভেন্যু সিলেট। আপাতত এই রুট ধরেই আসছে দল।
একই পথে শ্রীলঙ্কায় সিরিজ খেলার জাতীয় দলকে পাঠাচ্ছে এসিবি। স্থলপথে প্রথমে পাকিস্তানের পেশোয়ারে, এরপর বিমানে ইসলামাবাদ, সেখান থেকে দুবাই হয়ে কলম্বো যাওয়ার কথা তাদের।
যাত্রাপথ প্রসঙ্গে কাওসার বলেন, “কিভাবে আসবে সেটি আমরা বলতে চাচ্ছি না। এটি দুই বোর্ডের নিজেদের বিষয়।”
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর এটিই হতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন যুব টাইগারদের প্রথম সিরিজ