Lead Newsজাতীয়

৩ কোটি কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে দেবে সরকার

করোনা ভাইরাসের ৩ কোটি ডোজ ভ্যাকসিন জনগণের মাঝে বিনামূল্যে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (৩০ নভেম্বর) সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ভ্যাকসিনটি তৈরি করবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। এর নাম দেয়া হয়েছে সার্স কোভিড ভিটু এ জেড ১২২২।

চলতি বছরের ১৪ অক্টোবর সিরাম ইন্সটিটিউটটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশের কাছে ৩ কোটি ডোজ বিক্রির প্রস্তাব ছিল। এই প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটির ভারতের উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইন্সটিটিউট।

ভ্যাকসিন কীভাবে বিতরণ করা হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রীপরিষদ সচিব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে নীতিমালা রয়েছে। সে অনুযায়ীই বিতরণ করা হবে।

প্রতিটি ভ্যাকসিনের দাম জানা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মি. ইসলাম বলেন, এই ভ্যাকসিন বিনামূল্যে দেয়া হবে।

“মানুষ তো পয়সা দেবে না, মানুষকে বিনা পয়সায় দেয়া হবে। যে ভ্যাকসিন আসতেছে সেটা বিনা পয়সায় দেয়া হবে।” বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

তবে কত দামে এই ভ্যাকসিনগুলো কেনা হবে সেটা ক্রয় প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জানা যাবে না বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Back to top button