Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

৫৩ দিন পর ইতালিতে লকডাউন উঠছে কাল থেকে

করোনার প্রকোপ কমতে থাকায় ইতালিতে ৫৩ দিন পর নাগরিকরা ঘর থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন। এমনকি এক শহর থেকে অন্য শহরেও যাওয়ার অনুমতি পাচ্ছেন আর মাত্র একদিন পর কাল সোমবার থেকে।

গত কিছুদিন ধরেই ইতালিতে করোনা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মোট সংখ্যা থেকে আরও ২৩৯ জন কমেছে। এ নিয়ে গত দু’সপ্তাহ একটানা মোট সংখ্যা থেকে করোনার রোগী কমে আসছে। ১ হাজার ৬৬৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৯১৪ জন।

একই সময়ে মৃত্যু হয়েছে ৪৭৪ জনের এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭১০ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০০ জন এবং সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জন। বতর্মানে মুমূর্ষ অবস্থায় রয়েছে এক হাজার ৫৩৯ জন।

ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে ১১ মার্চ থেকে জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়। এরপর থেকেই দেশটির নাগরিকরা কার্যত গৃহবন্দি রয়েছেন। প্রতিদিনই উন্নত হচ্ছে দেশটির করোনা পরিস্থিতি। সুস্থ হচ্ছে হাজার হাজার রোগী। করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও সরকার চলমান জরুরি অবস্থায় অনেকগুলো বিষয় শিথিল করেছে।

সার্বিক বিবেচনায় আগামী ৪ মে সোমবার থেকে ধাপে ধাপে লক ডাউন উঠিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। সেইসাথে দেশটির নাগরিকরা মুক্তমনে বের হওয়ার সুযোগ পাচ্ছে ৫৩ দিন পর। এক শহর থেকে অন্য শহরে যেতে পারবেন নাগরিকরা তবে পূর্বের ন্যায় একটি ফরম পূরণ করে সাথে রাখতে হবে। চলতি মাসে খুলছে পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তাছাড়া, জুন থেকে সকল রেস্টুরেন্ট এবং বার খুলে দেয়ার অনুমতিও দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =

Back to top button