৯১ খেলোয়াড়কে ক্যাপ্টেন তামিমের সহায়তা
করোনাভাইরাস মহামারি ঠেকাতে চলমান লকডাউনে অসহায় অবস্থায় থাকা দেশের ক্রীড়াবিদদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তিনি এ দুর্যোগময় সময়ে সাইক্লিং, সাঁতার, জিমন্যাস্ট, ফুটবল, ক্রিকেট, কাবাডি, উশু এবং হকিসহ বিভিন্ন খেলার ৯১ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছেন। তামিম তার সতীর্থ, বন্ধু এবং সাংবাদিকদের সহায়তায় ক্রীড়াবিদদের এ তালিকা করেছেন।
‘আমি দীর্ঘদিন ধরে খেলাধুলায় ছিলাম, তবে কোনো সহকর্মী খেলোয়াড়কে এত ক্রীড়াবিদকে সহায়তা করতে দেখিনি। তামিম ভাই অনেক পরিবারকে সহায়তা করেছেন,’ মিডিয়াকে বলছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা।
এর আগে, এ মহামারি চলাকালীন দরিদ্রদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেশের শীর্ষ ক্রিকেটারদের ১৫ দিনের বেতন অনুদান দেয়ার ক্ষেত্রে তামিম নেতৃত্ব দিয়েছিলেন।
বাংলাদেশে বর্তমানে ক্রিকেটসহ সব খেলাধুলা স্থগিত রয়েছে। কয়েক হাজার ক্রীড়াবিদ এখন ঘরে আটকা আছেন। তারা কখন খেলবেন আর কিছু অর্থ উপার্জন করবেন তা নিয়ে তাদের কোনো ধারণা নেই। সূত্র : ইউএনবি