করোনাভাইরাসতথ্যপ্রযুক্তিবিবিধ

অক্সিজেনবাহী জীবাণুনাশক পোশাক আবিষ্কার করলো বগুড়ার আমির হোসেন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে পড়ছেন চিকিৎসকরাও। আতঙ্ক আর হতাশার এমন সময়ে আশার আলো জ্বালালেন বগুড়ার উদ্ভাবক ও যন্ত্রবিজ্ঞানী আমির হোসেন।

চিকিৎসকদের জন্য তৈরি করলেন জীবাণুনাশক পোশাক। আপাদমস্তক ঢেকে রাখা এই পোশাকে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও থাকবে! শুধু কি তাই, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তৈরি করেছেন ভেন্টিলেটরও।

করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকরাই থাকেন সবার সামনে। এছাড়াও ঝুঁকি নিয়ে কাজ করেন নার্স, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে। আমির হোসেন বলেন, ‘তাদের সবার জন্যই এই পোশাকটি হতে পারে শতভাগ নিরাপদ। গায়ে জড়ানোর পর পোশাকটি সয়ংক্রিয়ভাবে অক্সেজেন সরবরাহ করবে। এছাড়া শরীরকে ভাইরাসমুক্ত করতে পোশাকের সামনের অংশে বসানো হয়েছে একটি মেশিন। কিছুক্ষণ পরে থাকলে শরীর থেকে দূর হয়ে যাবে সব জীবাণু।’

বিশেষ করে ডাক্তার কিংবা নার্সদের জন্য এই পোশাক, যাদেরকে করোনায় আক্রান্ত রোগীর একদম কাছাকাছি যেতে হয়। যেহেতু আপাদমস্তক ঢাকা, তাই কথা বলা এবং বাইরের কথা শোনার জন্য পোশাকে থাকবে একটি স্পিকার। দীর্ঘদিন এই পোশাক শরীরে রাখা যাবে, তাতে কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন আমির হোসেন।

শুধু বগুড়া নয়, উদ্ভাবক হিসেবে আমির হোসেনের খ্যাতি দেশজুড়েই। এর আগেও নিজের ওয়ার্কসপে তিনি বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন। তৈরি করেছিলেন জ্বালানি ছাড়া চলবে, এমন গাড়ি! এছাড়া বিভিন্ন সময় তৈরি করেছেন অটোব্রিকস মেশিন, ধানকাটা মেশিন, ফিস ফিড ও পোলট্রি ফিড মেশিন, বিদ্যুতচালিত গাড়ি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 17 =

Back to top button