ভাইরাল

অনলাইন ক্লাস: চেয়ার-টেবিল নিয়ে উঠতে হয় পাহাড়ে!

করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে বিশ্বের সিংহভাগ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবুও পাঠদান কার্যক্রম চলছে অনলাইনে। কিন্তু সবার কাছে প্রয়োজনীয় ডিভাইস ও ইন্টারনেট সংযোগ নেই। তাই প্রতিদিনই শোনা যায় অনলাইনে ক্লাস করতে কেউ গাছে উঠেছে, কেউ পাহাড়ে চড়েছেন, কেউ আবার ভাসছেন নৌকাতে। এতো কিছু করা শুধুমাত্র ভালো নেটওয়ার্ক সিগন্যাল ধরার জন্য।

এমনই একজন ভারতের রাজস্থানের দারুরা গ্রামের হরিশ। জ্বহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র তিনি। গত দেড় মাস যাবৎ সে সকাল আটায় পাহাড়ে ওঠেন সঙ্গে নিয়ে যান চেয়ার টেবিল। আবার ক্লাস শেষ করে দুপুরে বাড়ি ফিরে আসেন।

প্রায় একই অবস্থা ধানপুরার এক ছাত্রী। তাকে ক্লাস করার জন্য চড়তে হউ গাছে। কারণ তার এলাকায় নেটওয়ার্কের খুব সমস্যা।

এমন হাজারো উদাহরণ পাওয়া যাবে বিশ্ব জুড়ে। কারো কাছে ডিভাইস আছে কিন্তু নেটওয়ার্কের সমস্যা আবার কারো নেটওয়ার্ক আছে কিন্তু ডিভাইস নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

Back to top button